আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

গাজা ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা ট্রাম্পের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজা ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। শান্তি বোর্ড অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের গণহত্যা বন্ধে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘শান্তি বোর্ড গঠন করা হয়েছে, এই ঘোষণা করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। শিগগিরই এর সদস্যদের নাম ঘোষণা করা হবে।’

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড।’

গণহত্যা পরবর্তী গাজার শাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি টেকনোক্র্যাটিক কমিটির ঘোষণার পরপরই এই বোর্ড তৈরি করা হয়।

কমিটি শান্তি বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে, ট্রাম্প যার সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনায় গাজাকে সুরক্ষিত করা এবং পরীক্ষিত ফিলিস্তিনি পুলিশ ইউনিটগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে।

মার্কিন সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হয় গত ১০ অক্টোবর, যার মাধ্যমে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং অবরুদ্ধ অঞ্চলে গণহত্যা বন্ধ করা সম্ভব হয়। কিন্তু যুদ্ধবিরতি হলেও ইসরাইল চুক্তি ভঙ্গ করে গাজায় শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে।

দুই বছরের যুদ্ধে ইসরাইলি বাহিনী ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...