স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ যাত্রী। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে দেশটির রাজধানী মাদ্রিদের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছাকাছি লাইনচ্যুত হয় ট্রেনটি। পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে কয়েকটি বগি।
এসময় সেই বিচ্যুত বগিগুলোকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন। লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনটিও। দুমড়ে মুচড়ে যায় সেটিরও অনেক বগি। উল্টেও যায় কয়েকটি। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

