‘প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করল এটা প্রমাণ করতে যে, সত্যের জয় হবেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বহাল ঘোষণার পর এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।
তবে রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)।
এর প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু এক ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নের বিরুদ্ধে আনা ভিত্তিহীন ও হয়রানিমূলক আপিল খারিজ করেছে ইলেকশন কমিশন। আমার প্রতিপক্ষরা সময়ের সাথে সাথে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে এই আপিল করে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।’
তিনি আরও লেখেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পর থেকে আজ পর্যন্ত সকল শাসনামলের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদা ও স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি এই দেশের নাগরিক না হয়ে কোথায় যাব? এই মাটির ওপর আমার অধিকার থাকবে না কেন?
ভোটের মাঠে দেখা হবে উল্লেখ করে মিন্টু লেখেন, ‘আমি সর্বদা আমার দেশের মানুষের ওপর বিশ্বাস এবং আল্লাহর ওপর আস্থা রেখেছি, আর সেই কারণেই আজ এই নির্বাচনী লড়াইয়ে এই বৈধতা প্রমাণিত হয়েছে। আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসার জন্য আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করলেন প্রমাণ করতে যে সত্যের জয় হবেই। ভোটের মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

