
ষোল বছর বাবা-মায়ের কবর পর্যন্ত জিয়ারত করতে পারিনি: মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিগত ১৬ বছর বাবা-মায়ের কবর পর্যন্ত জিয়ারত করতে পারিনি। আমার প্রতিষ্ঠিত দুলা মিয়া কটন মিলটাও বন্ধ করে দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিগত ১৬ বছর বাবা-মায়ের কবর পর্যন্ত জিয়ারত করতে পারিনি। আমার প্রতিষ্ঠিত দুলা মিয়া কটন মিলটাও বন্ধ করে দিয়েছে।

বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙ্গার জন্য গত ১৫ বছর ব্যাপক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা সফল হয়নি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এই দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক, এ বিষয়ে আমাদের আপত্তি নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক।