এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়: আবদুল আউয়াল মিন্টু

এসএম ইউসুফ আলী, ফেনী
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৯

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এমুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফেনীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এই দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে, তারেক রহমান দেশে ফিরে আসবে। জাতীয় নির্বাচনের সাথে বিশ্বিবদ্যালয় ছাত্রসংসদের ফলাফলের কোনো সম্পর্ক নেই। ছাত্র সংসদের এক হিসাব। জাতীয় নির্বাচনে আরেক হিসাব।এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না।যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ,দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত