ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তিনি দাগনভূঞা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি ব্যবসায়ীদের পাশে থাকবে।
তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক বাবুল মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

