আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দড়ি ছাড়াই তাইপেই ১০১-এ আরোহণ, ইতিহাস গড়লেন অ্যালেক্স হোনল্ড

আমার দেশ অনলাইন

দড়ি ছাড়াই তাইপেই ১০১-এ আরোহণ, ইতিহাস গড়লেন অ্যালেক্স হোনল্ড
তাইওয়ানের তাইপেইতে, তাইপেই ১০১ আকাশচুম্বী ভবনে একাকী পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড। ছবি: রয়টার্স।

বিশ্বখ্যাত পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড ইতিহাসের বৃহত্তম শহুরে ফ্রি-সোলো পর্বতারোহণ সম্পন্ন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) নেটফ্লিক্সে সম্প্রচারিত একটি লাইভ স্পেশালে তিনি তাইপেই ১০১-এর ৫০৮ মিটার (১,৬৬৭ ফুট) উচ্চতার বাইরের অংশে ৯০ মিনিটেরও কম সময়ে দড়ি ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া আরোহণ করেন।

তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৯.১৭ মিনিটে শুরু হওয়া এই আরোহণের মাধ্যমে প্রথমবারের মতো কোনও আকাশচুম্বী ভবনে ফ্রি-সোলো আরোহণ করলেন হোনল্ড। আগের প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাইপেই ১০১ তাকে দীর্ঘদিন ধরে মুগ্ধ করে রেখেছে। তিনি জানান, প্রায় ১২ বছর ধরেই এই ভবনে আরোহণের স্বপ্ন দেখছিলেন।

বিজ্ঞাপন

তিনটি ধাপে এই চ্যালেঞ্জিং আরোহণ সম্পন্ন হয়। প্রথম ধাপে ১১৩ মিটার ঢালু ইস্পাত ও কাচের গঠন অতিক্রম করেন হোনল্ড। ভবনের ভেতরে থাকা অফিস কর্মীরা জানালা থেকে তাকে উৎসাহ জানান। দ্বিতীয় ধাপে আটটি ‘বাঁশের বাক্স’ আকৃতির কাঠামো অতিক্রম করতে হয়, যেখানে প্রতিটি অংশে ওভারহ্যাং ছিল। নিচে জড়ো হওয়া জনতা স্লোগান দিয়ে তাকে উৎসাহ দিতে থাকে।

অর্ধেক পথ পেরোনোর সময় হোনল্ডের হৃদস্পন্দন মিনিটে প্রায় ১৬৫-এ পৌঁছে যায়। শেষ ধাপে স্পাইর অংশে শারীরিকভাবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

চূড়ায় পৌঁছে একটি সেলফি তুলে আরোহণ শেষ করেন হোনল্ড। কোনো দুর্ঘটনা ছাড়াই এই ঐতিহাসিক কীর্তি সম্পন্ন হওয়ায় বিশ্বজুড়ে প্রশংসা ছড়িয়ে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...