আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে। পরে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের ধারণা, ঘটনাটি কোনো ক্লিনিকের কাজ হতে পারে। ঘটনাটি ঘটেছে গত রাত ৭টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায়।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, তারা কার্টনের ভেতরে জীবিত নবজাতককে দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...