বিশ্বজুড়ে উত্তজনায় বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৫: ৪৫
ছবি: বার্তা সংস্থা তাস

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে; যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা তাসের।

রোমানিয়ার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সম্ভবত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা? আর এ প্রশ্নের উত্তর হলো বিশ্বযুদ্ধের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে।’

বিজ্ঞাপন

প্রমাণ হিসেবে, অরবান ছয়টি প্রধান দেশের জরিপের ফলাফল উদ্ধৃত করেছেন। এসব দেশের নাগরিকরা নতুন বিশ্বযুদ্ধের হুমকিকে বাস্তব বলে মনে করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে ৫৫ শতাংশ ফরাসি, ৫০ শতাংশ স্প্যানিশ, ৪৬শতাংশ ইতালীয়, ৪৫ শতাংশ মার্কিনি, ৪১ শতাংশ ব্রিটিশ এবং ৪১ শতাংশ জার্মান মত দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘পুরো বিশ্ব যুদ্ধের শীতল বাতাস অনুভব করছে।’

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে। তার মতে, বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার, সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি—এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।

অরবান বলেন, বহু মানুষ এখন আশঙ্কা করছেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যেকোনো সশস্ত্র সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। এ ধরনের বিপদজনক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, এরকম যেকোনো পদক্ষেপ এড়াতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত