আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ

আমার দেশ অনলাইন

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ
ছবি: ইয়াহু নিউজ

যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে বিশ্বের অন্তত ২৬টি দেশ। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সম্মেলনে একথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর আল জাজিরার।

প্যারিসে ইউক্রেনকে সমর্থনকারী ৩৫টি দেশের একটি জোটের সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ম্যাক্রোঁ । ফরাসি প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। তিনি বলেন, নিরাপত্তা প্রচেষ্টায় অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ‘২৬টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে। তবে কয়েকটি দেশ এখনো সিদ্ধান্ত জানায়নি।

যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন ও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে।

ম্যাক্রোঁ বলেন, ‘এই জোট রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে চায় না।

যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে সেনা পাঠাতে সম্মত হওয়ার জন্য ইউরোপীয় মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠক শেষে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, রাশিয়া তেল বিক্রির অর্থ দিয়েই যুদ্ধ চালাচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন