রাজনীতি থেকে বিদায়ী ভাষণে বাইডেন

আমেরিকানরা মিথ্যা তথ্যের সুনামিতে চাপা পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১: ৪৭
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১: ৫৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানরা এখন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যের সুনামির নিচে চাপা পড়ছে। এটি ক্ষমতার অপব্যবহারকে আরও সহজ করে তুলছে। বুধবার বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে এমন একটি ধনিকতন্ত্র গড়ে উঠছে, যা বিপুল ধন-সম্পদ, ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে আমাদের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে।

সবাইকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার এবং সমানাধিকার নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে।

সূত্র: এবিসি নিউজ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত