আমার দেশ অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে তীব্র ধস নেমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী, এই উচ্চ শুল্কের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রম-নির্ভর খাতগুলিতে — বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও অলংকার, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক দ্রব্যের উপর।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা বলা হয়, পরিসংখ্যান বলছে, টানা চার মাস ধরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমছে। মে মাসে যেখানে রপ্তানির পরিমাণ ছিল ৮.৮ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে — যা প্রায় ৩৭.৫% হ্রাস নির্দেশ করে। এই রপ্তানি পতন ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতিতেও প্রভাব ফেলেছে, যা সেপ্টেম্বরে ১৩ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে, কয়েক মাসের স্থবিরতার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা সম্প্রতি পুনরায় শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আলোচনার জন্য।
বুধবার ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্রেমলিনের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা "চলমান" এবং ওয়াশিংটন "ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী"।
বাণিজ্য ইস্যুতে এখনো প্রধান বিরোধ রয়ে গেছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশাধিকার নিয়ে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৃষিখাতে প্রবেশাধিকার চেয়ে আসছে, কিন্তু ভারত খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র কৃষকদের স্বার্থের কথা উল্লেখ করে তার বাজার রক্ষায় অনড় রয়েছে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাত ও চীনের মতো দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ট্রাম্প ও মোদি উভয়েই এই পরিমাণকে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছিলেন, তবে সাম্প্রতিক শুল্কবৃদ্ধি সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে তীব্র ধস নেমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী, এই উচ্চ শুল্কের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রম-নির্ভর খাতগুলিতে — বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও অলংকার, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক দ্রব্যের উপর।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা বলা হয়, পরিসংখ্যান বলছে, টানা চার মাস ধরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমছে। মে মাসে যেখানে রপ্তানির পরিমাণ ছিল ৮.৮ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে — যা প্রায় ৩৭.৫% হ্রাস নির্দেশ করে। এই রপ্তানি পতন ভারতের সামগ্রিক বাণিজ্য ঘাটতিতেও প্রভাব ফেলেছে, যা সেপ্টেম্বরে ১৩ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে, কয়েক মাসের স্থবিরতার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা সম্প্রতি পুনরায় শুরু হয়েছে। বর্তমানে একটি ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আলোচনার জন্য।
বুধবার ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্রেমলিনের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা "চলমান" এবং ওয়াশিংটন "ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী"।
বাণিজ্য ইস্যুতে এখনো প্রধান বিরোধ রয়ে গেছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশাধিকার নিয়ে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৃষিখাতে প্রবেশাধিকার চেয়ে আসছে, কিন্তু ভারত খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র কৃষকদের স্বার্থের কথা উল্লেখ করে তার বাজার রক্ষায় অনড় রয়েছে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাত ও চীনের মতো দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ট্রাম্প ও মোদি উভয়েই এই পরিমাণকে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছিলেন, তবে সাম্প্রতিক শুল্কবৃদ্ধি সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
২৯ মিনিট আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের কেরালায় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (বুধবার) সকালে হেলিকপ্টারটি অবতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারের ধাক্কায় নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটিও। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ ঘণ্টা আগে