আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিজবুল্লাহর শব্দভাণ্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই

আমার দেশ অনলাইন

হিজবুল্লাহর শব্দভাণ্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর এমপি হুসেইন হাজ্জ হাসান বলেছেন, তাদের শব্দভাণ্ডারে আত্মসমর্পণের কোনো স্থান নেই। বলেন, আক্রমণ থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের। রোববার বেকা উপত্যকায় হিজবুল্লাহর জনসংযোগ বিভাগ আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

হাজ্জ হাসান বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে ইসরাইল। তিনি বলেন, ‘আমরা তাদের বলছি, লেবানন তার স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘লেবাননের অগ্রাধিকার হলো, প্রতিরোধ, জনগণ এবং সেনাবাহিনী’। এছাড়াও অগ্রাধিকারের মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি দখলদার বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা, বন্দি মুক্তি নিশ্চিত করা, পুনর্গঠন শুরু করা এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করা।

হিজবুল্লাহর এমপি আরো বলেন, তারা নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তাদের জোটকে বিচ্ছিন্ন বা দুর্বল করার চেষ্টা করা হয়েছে, তবে হিজবুল্লাহ ও আমাল আন্দোলনের মধ্যে সম্পর্ক শক্তিশালী এবং আরো গভীর হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন