ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২: ০১
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ০১
ছবি: প্রেস টিভি

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সন্ধ্যায় তেহরান সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান।

মঙ্গলবার প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে মুসলমানদের মধ্যে সংহতির গুরুত্ব তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এ সময় তিনি জোর দিয়ে বলেন, চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামি দেশগুলোন মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

পেজেশকিয়ান বলেন, ‘যদি মুসলিম সরকার এবং সম্প্রদায়গুলো ইসলামি উম্মাহর ঐক্যের তাৎপর্য উপলব্ধি ও স্বীকার করে নেয়, তাহলে তারা কার্যকরভাবে ইহুদিবাদি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে। ইহুদিবাদী শক্তি মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি এবং অন্যায় চালিয়ে সমৃদ্ধ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের নীতিনির্ধারক এবং নেতাদের ইসরাইলের ক্ষতিকর কৌশল সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করে ইসরাইলকে প্রতিহত করার ওপর জোর দেন তিনি।

পেজেকশিয়ান আরো বলেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা মুসলমানদের দুর্বল ও তাদের মধ্যে ভাঙ্গন তৈরির লক্ষ্যে কাজ করছে। এই বিদ্বেষপূর্ণ এজেন্ডার বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

এসময় পেজেশকিয়ান ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন তিনি।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় পাকিস্তানের অবিচল সমর্থনের প্রশংসাও করেন পেজেকশিয়ান।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সেইসঙ্গে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতিকে তাদের দৃঢ়তার জন্য অভিনন্দন জানান।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত