আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তি প্রক্রিয়া ভণ্ডুলের চেষ্টা করছেন জেলেনস্কি: রাশিয়া

আমার দেশ অনলাইন

শান্তি প্রক্রিয়া ভণ্ডুলের চেষ্টা করছেন জেলেনস্কি: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার ইউরোপীয় সমর্থকরা শান্তি পরিকল্পনা ব্যাহত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে রাশিয়া। এমন সময় এ অভিযোগ এলো যখন আগামী রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে বৈঠক করতে যাচ্ছেন জেলেনস্কি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, চুক্তিতে পৌঁছানোর বিষয়টি অন্য পক্ষের রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে। তিনি আরো বলেন, সবশেষ পরিকল্পনাটি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচিত পূর্ববর্তী প্রস্তাব থেকে সর্ম্পূর্ণ আলাদা।

বিজ্ঞাপন

জেলেনস্কি রোববার ট্রাম্পের সঙ্গে সংশোধিত ২০-দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রস্তাবে মুখোমুখি যুদ্ধের ওপর স্থগিতাদেশ, নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে জেলেনস্কি বলেছেন, যদি ভূখণ্ডের বিষয়ে ‘খুব কঠিন’ সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হয়, তাহলে তিনি গণভোটের জন্য চূড়ান্ত পরিকল্পনা জমা দিতে প্রস্তুত।

তিনি বলেন, এই ধরনের ভোট নিরাপদে আয়োজনের জন্য কমপক্ষে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রয়োজন হবে।

রাশিয়া ইউক্রেনকে পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করার দাবি অব্যাহত রেখেছে, যা বার প্রত্যাখ্যান করছে কিয়েভ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন