গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানি মৎসজীবীকে ভারতের ঘুস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ৩৭
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ৪৭
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করে বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির জন্য একজন পাকিস্তানি জেলেকে ঘুস দেয়ার চেষ্টা করেছিল। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ বিষয়ে পাকিস্তানের কাছে প্রমাণ আছে বলেও জানান তিনি। খবর দ্য এক্সেপ্রেস ট্রিবিউনের।

তিনি বলেন, ইজাজ মাল্লা নামে এক মৎসজীবীকে সেপ্টেম্বরে ভারতীয় উপকূলরক্ষীরা আটক করে। পরবর্তীতে পাকিস্তান বিরোধী প্রচারণায় অংশ নেয়ার জন্য জোর করে তাকে ৯৫ লাখ রুপি ঘুস দিয়েছিল।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত মনস্তাত্ত্বিক এবং তথ্য যুদ্ধের অংশ।’ দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই ধরনের প্রচেষ্টা মোকাবেলায় সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, ভারতীয় পক্ষ্য এবং ইজাজ মাল্লার মধ্যে আর্থিক লেনদেন এবং যোগাযোগের প্রমাণ উদ্ধার করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র। পাকিস্তান অন্য জাতির সার্বভৌমত্বকে সম্মান করি এবং নিশ্চিত করে যে তার মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না। বিনিময়ে আমরাও একই আচরণ আশা করি।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাধীন গণমাধ্যমের কাছে প্রমাণ পর্যালোচনা করে দেখার আহ্বান জানান।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনেও পাকিস্তানের বিরুদ্ধে ভুল ধারণা তৈরিতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ভারতের প্রতিটি অপপ্রচেষ্টাই উন্মোচিত হয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আইইবিতে ষষ্ঠ অ্যানুয়াল পেপার মিটের লোগো ও ট্রফি উন্মোচন

মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনতিবিলম্বে সংশোধনের আহ্বান টিআইবির

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত