আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে মার্কিন সম্ভাব্য হামলা নিয়ে কঠোর বার্তা দিল সৌদি

আমার দেশ অনলাইন

ইরানে মার্কিন সম্ভাব্য হামলা নিয়ে কঠোর বার্তা দিল সৌদি

সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো ধরনের সামরিক হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তেহরানকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, তখন এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার সৌদি আরবের গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্রগুলো জানায়, ইরানি সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের জবাবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করার প্রেক্ষাপটে সৌদি আরব এই অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো আক্রমণ হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়,“সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।”

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে এই বার্তা ইরানকে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সম্পদ মোতায়েন রয়েছে, যা চলমান উত্তেজনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন