রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর উপকণ্ঠে বোমা হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে তিন জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এই তথ্য জানিয়েছেন।
মেয়র ক্লিচকো জানান, রাশিয়ার হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এক আবাসিক ভবনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলায় একজন চিকিৎসক নিহত হয়েছেন। প্রাথমিক হতাহত তালিকায় ওই চিকিৎসকের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়নি।
আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক মানুষের নিরাপত্তার জন্য সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার বোমারু বিমান আকাশে উপস্থিত থাকায় সমগ্র ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র হুমকির মুখে থাকতে হবে।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও মধ্যরাতের ঠিক আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অবকাঠামো স্থাপনাগুলোতে’ আঘাত হেনেছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী নির্ধারণ করছে হামলায় পরমাণু অস্ত্র বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে কি না। হামলার পর আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছিল, আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো সময়ে ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলা’ ঘটতে পারে। এরপরই সর্বশেষ এই হামলার ঘটনা ঘটেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

