ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে রণতরিটি বহরসহ গন্তব্যের দিকে রওনা দিয়েছে, যেখানে রণতরির পাশাপাশি ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিনসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন জানিয়েছে, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অঞ্চলে পৌঁছাবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক দায়িত্ব এলাকায় মধ্যপ্রাচ্যসহ উত্তর-পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ অন্তর্ভুক্ত।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

