যে কারণে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রাম্প–পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬: ৪৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। শনিবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতার সাংবাদিকদের প্রশ্ন না নেওয়ার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্প-পুতিনের দেওয়া বক্তব্যই ছিল পর্যাপ্ত এবং প্রশ্নোত্তরের প্রয়োজন ছিলো না।

বিজ্ঞাপন

পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, বৈঠক অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং দুই প্রেসিডেন্ট আলোচনায় সেই বিষয়গুলো তুলে ধরেছেন যা ভবিষ্যতে সহযোগিতা জোরদারের ভিত্তি তৈরি করবে।

ক্রেমলিনের মুখপাত্রের ভাষ্যে, আলোচনায় এমন একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে যে, ওয়াশিংটন ও মস্কো যৌথভাবে সমাধানের পথ খুঁজে বের করতে আগ্রহী। পেসকভ বলেন, “এই আলোচনাই আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগোতে সহায়তা করছে।”

যদিও সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নোত্তর হয়নি, তবে উভয় দেশের পক্ষ থেকেই একে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়তো সমালোচনা এড়ানোর কৌশল হতে পারে, তবে এর মধ্য দিয়েই দুই নেতার আলোচনার ইতিবাচক দিকগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত