আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌন নির্যাতনের বিষয়ে ইসরাইল ও রাশিয়াকে জাতিসংঘের নোটিশ

আমার দেশ অনলাইন
যৌন নির্যাতনের বিষয়ে ইসরাইল ও রাশিয়াকে জাতিসংঘের নোটিশ
ছবি: টাইমস অব ইসরাইল

সশস্ত্র বাহিনীর যৌন নির্যাতনের বিষয়ে ইসরাইল ও রাশিয়াকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেইসঙ্গে সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার জন্য দেশ দু’টিকে সতর্ক করে নোটিশ দিয়েছেন তিনি। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

মঙ্গলবার দেওয়া নোটিশে মহাসচিব বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন নির্যাতনের জন্য ইসরাইল ও রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা কর্মীদের ‘বিশ্বাসযোগ্যভাবে সন্দেহভাজনদের’ তালিকায় অন্তর্ভূক্ত করা যেতে পারে।

বিজ্ঞাপন

জাতিসংঘ কর্তৃক নথিভুক্ত যৌন সহিংসতার নির্দিষ্ট ধরণ সম্পর্কে উদ্বেগের প্রেক্ষিতে এ সতর্কতা দেওয়া হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাতের সঙ্গে সম্পর্কিত যৌন সহিংসতার বিষয়ে বার্ষিক প্রতিবেদনে গুতেরেস বলেছেন, ‘ইসরাইল এবং রাশিয়াকে ধর্ষণ বা অন্যান্য ধরণের যৌন সহিংসতার জন্য দায়ী করতে সন্দেহভাজনদের মধ্যে তালিকাভুক্ত করা যেতে পারে।’

ইসরাইলকে দেওয়া সতর্কবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, ইসরাইলের কয়েকটি কারাগার, একটি আটক কেন্দ্র এবং একটি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি বন্দিরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গুতেরেস বলছেন, ‘জাতিসংঘ কর্তৃক নথিভুক্ত ঘটনাগুলো যৌন সহিংসতার বিভিন্ন ধরণ নির্দেশ করে, যেমন যৌনাঙ্গে সহিংসতা, দীর্ঘক্ষণ ধরে জোর করে নগ্ন হয়ে থাকতে বাধ্য করা।’

তিনি বলেন, যেহেতু ইসরাইল জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেয়নি, তাই তাদের বাহিনীর যৌন সহিংসতার বিষয়ে ‘একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া’ তাদের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে দাঁড়িয়েছে। তিনি ইসরাইল সরকারকে ‘সব ধরনের যৌন সহিংসতা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মহাসচিবের উদ্বেগকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছেন। জাতিসংঘের অভিযোগকে পক্ষপাতদুষ্ট হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ড্যানন জোর দিয়ে বলেন, ইসরাইল তার নাগরিকদের রক্ষা করতে পিছপা হবে না এবং আন্তর্জাতিক আইন অনুসারে কাজ চালিয়ে যাবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে যা যা বললেন প্রধান উপদেষ্টা

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তায় ৬

এলাকার খবর
খুঁজুন