আমার দেশ অনলাইন
আরো জিম্মি ও বন্দির লাশ বিনিময় করেছে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ। তবে হামাস বলছে, মিশরের সঙ্গে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে অস্বীকৃতি এবং গাজায় হামলা অব্যাহত রেখে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। খবর আল জাজিরার।
মঙ্গলবার গভীর রাতে আরো দুই ইসরাইলি জিম্মির লাশ ইসরাইলে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন সেনা এবং অন্যজন বেসামরিক নাগরিক।
তাদের লাশ শনাক্ত করে নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরাইল। এরা হলেন, আরিয়েহ জালমানোভিচ (৮৫) এবং সেনাবাহিনীর মাস্টার সার্জেন্ট তামির আদার (৩৮)।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাজায় ইসরাইলি জিম্মিদের লাশ গ্রহণ করে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে।
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সবমিলিয়ে ১৫ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে।
আনুমানিক আরো ১৩ লাশ ইসরাইলে ফেরত পাঠানো হবে। তবে হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত নিয়ন্ত্রণ লাশ উদ্ধারের গতি কমিয়ে দিয়েছে।
যুদ্ধবিরতির শুরুতে একদিনে ফিলিস্তিনি গোষ্ঠী ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।
এছাড়া মঙ্গলবার ইসরাইলি আটক অবস্থায় নিহত ১৫ ফিলিস্তিনির লাশ গাজায় ফিরিয়ে আনা হয়েছে। তাদের শনাক্তের জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ইসরাইল প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আরো ৩৬০ জনের লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
আরএ
আরো জিম্মি ও বন্দির লাশ বিনিময় করেছে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ। তবে হামাস বলছে, মিশরের সঙ্গে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে অস্বীকৃতি এবং গাজায় হামলা অব্যাহত রেখে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। খবর আল জাজিরার।
মঙ্গলবার গভীর রাতে আরো দুই ইসরাইলি জিম্মির লাশ ইসরাইলে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন সেনা এবং অন্যজন বেসামরিক নাগরিক।
তাদের লাশ শনাক্ত করে নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরাইল। এরা হলেন, আরিয়েহ জালমানোভিচ (৮৫) এবং সেনাবাহিনীর মাস্টার সার্জেন্ট তামির আদার (৩৮)।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাজায় ইসরাইলি জিম্মিদের লাশ গ্রহণ করে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে।
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সবমিলিয়ে ১৫ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে।
আনুমানিক আরো ১৩ লাশ ইসরাইলে ফেরত পাঠানো হবে। তবে হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত নিয়ন্ত্রণ লাশ উদ্ধারের গতি কমিয়ে দিয়েছে।
যুদ্ধবিরতির শুরুতে একদিনে ফিলিস্তিনি গোষ্ঠী ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।
এছাড়া মঙ্গলবার ইসরাইলি আটক অবস্থায় নিহত ১৫ ফিলিস্তিনির লাশ গাজায় ফিরিয়ে আনা হয়েছে। তাদের শনাক্তের জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ইসরাইল প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আরো ৩৬০ জনের লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
আরএ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ মিনিট আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
২৩ মিনিট আগেআয়ারল্যান্ডের ডাবলিনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয় ও ইট পাটকেল নিক্ষেপ করে।
৩৭ মিনিট আগেএকাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (বুধবার) সকালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, পূর্ব উপকূলের জলসীমার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
১ ঘণ্টা আগে