ট্রাম্প-শি বৈঠক শেষ, যা জানা গেল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০: ৫৭
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১১: ২৫
ছবি: বিবিসি

দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে কোনো চুক্তির ঘোষণা ছাড়াই বৈঠক থেকে বেরিয়ে যান দুই নেতা। চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট জিনপিং। খবর বিবিসির।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে জল্পনা ছিলো যে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ আসবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ে সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক।

বৈঠকের আগে ট্রাম্প শি জিনপিংকে একজন ‘কঠিন আলোচক’ বলে অভিহিত করেন। পাশাপাশি একটি চুক্তির বিষয়েও আশা জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে আলোচনায় বাণিজ্য বিরোধ সমাধানের বিষয়ে আশাবাদ জানান শি জিন পিং।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যবিরোধ ও শুল্ক আরোপসহ নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন।

এই মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়, যখন বেইজিং আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ বিরল মাটির খনিজ পদার্থের ওপর নতুন বৈশ্বিক বিধিনিষেধ আরোপ করে। এর প্রেক্ষিতে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দেন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত