আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

আমার দেশ অনলাইন

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল
ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে। ভয়াবহ এ তুষারঝড়ে শহর ও জনপদ বরফে ঢেকে গেছে। এতে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কামচাটকা অঞ্চলের বিভিন্ন শহরে ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। ভারী তুষারের চাপ ও তুষারধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। খবর এশিয়ান মেইলের।

বিজ্ঞাপন

পরিস্থিতির অবনতি হওয়ায় কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে গত ১৫ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ।

প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বাতিল হয়েছে বহু ফ্লাইট। বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছে।

বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রুটি, দুধ ও ডিমের মতো খাদ্যসামগ্রী দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত হচ্ছে। এ পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...