আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প
ছবি: বিবিসি

ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য মস্কোর ওপর চাপ দেয়ার লক্ষ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলকে। খবর বিবিসির।

বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি যখনই পুতিনের সাথে কথা বলি, আমার সাথে ভালো আলোচনা হয় এবং তারপর তারা অবস্থান পরিবর্তন করে না।’

বিজ্ঞাপন

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই অর্থহীন যুদ্ধ শেষ করতে পুতিনের অস্বীকৃতির কারণে নতুন নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

তিনি আরো বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের ‘যুদ্ধযন্ত্রকে’ অর্থায়ন করে।

এক বিবৃতিতে বেসেন্ট আরো বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতির এখনই সময়।’

একইদিন ইউরোপীয় ইউনিয়নও তাদের ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যাতে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। নিষেধাজ্ঞা দুই ধাপে কার্যকর হবে-স্বল্পমেয়াদি চুক্তি ৬ মাস পর শেষ হবে এবং দীর্ঘমেয়াদি চুক্তি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন