চীনের সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সই পাকিস্তানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১৮
ছবি: পাকিস্তান টুডে

চীনের সঙ্গে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাকিস্তান । পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেইজিং সফরে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয়। খবর দ্য ন্যাশনের।

প্রতিবেদনে বলা হয়, শেহবাজ শরিফের বেইজিং সফরের সময় চীনা ও পাকিস্তানি কোম্পানিগুলো কৃষি, বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি, স্বাস্থ্য, রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল, লোহা ও ইস্পাতসহ বিভিন্ন খাতে ৭ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব এমওইউ নানা ধরনের উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পের আওতায় পড়ে, যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ সই করেছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে শিল্প সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

শেহবাজ শরিফ জানান, সমঝোতা স্মারক ও চুক্তিগুলো বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠন করা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

আমলাতান্ত্রিক বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার ঝামেলা দূর করার আশ্বাস দিয়েছেন।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত