ইসরাইলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৯২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৯: ৪১
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৯: ৪৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় গাজায় বেড়েই চলছে ফিলিস্তিনিদের লাশের মিছিল।

শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন ৯২ জন ফিলিস্তিনি। এ ছাড়া আহত হয়েছেন আরো ২১৯ জন। এ নিয়ে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর এ পর্যন্ত এক হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট চার হাজার ৬৮৩ জন।

বিজ্ঞাপন

সবমিলিয়ে ১৮ মাসের আগ্রাসনে গাজায় মোট নিহত হয়েছেন ৫১ হাজার ১৫৭ জন। আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৭২৪ জন।

এদিকে শনিবার গাজায় ইসরাইলি হামলায় ভোর থেকে স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ২১ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আলজাজিরা। হামলায় উত্তর গাজার বাইত লাহিয়ায় চারজন, বাইত হানুনে একজন, মধ্য গাজায় দুজন, দাইর আল-বালাহতে একজন, খান ইউনুসে ভিন্ন তিন হামলায় ১১ জন ও গাজা শহরে দুজন নিহত হয়েছেন।

খান ইউনুসের মায়েনে ইসরাইলি ড্রোন হামলায় এক নারী ও তার সন্তান নিহত হয়েছেন। ওই হামলায় আরো অনেকে আহত হন।

গাজায় এ হামলার মধ্যেই পশ্চিম তীরেও তাণ্ডব চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরাইলি সেনাদের সঙ্গে সঙ্গে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

শনিবার পশ্চিম তীরের হেবরন শহরের দক্ষিণে ফাওয়ার শরণার্থী শিবির থেকে ৬০ ফিলিস্তিনি বাসিন্দাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

অন্যদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরের জেরিকো শহরের উত্তরে রাস আইন আল-আউজা গ্রামে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ইহুদি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে তারা তাদের পশুও গ্রামের বাসিন্দাদের বাড়িতে চড়িয়ে নিয়ে আসে।

এ ছাড়া পশ্চিম তীরের খাইরবেত আল-দাইর গ্রামের বাসিন্দাদের চাষাবাদের জমির ফসল নষ্ট ও পানির পাম্প চুরি করে নিয়ে যায় ইহুদি বসতি স্থাপনকারীরা।

এরই মধ্যে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জেরুসালেমের মসজিদুল আকসা গুঁড়িয়ে দিতে ইহুদি বসতি স্থাপনকারীরা পরিকল্পনা করছে বলে সতর্কতা জানানো হয়েছে। শনিবার প্রকাশিত এ বিবৃতিতে বলা হয়, হিব্রু ভাষাভিত্তিক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ নিয়ে কথা হচ্ছে। মসজিদুল আকসা গুঁড়িয়ে দিয়ে সে জায়গায় ইহুদি মন্দির তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

এতে বলা হয়, অধিকৃত জেরুসালেমে ইসলাম ও খ্রিষ্ট ধর্মের পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে নিয়মতান্ত্রিকভাবে উসকানির চেষ্টা হচ্ছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আন্তর্জাতিক আইন অনুসারে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত