আমার দেশ অনলাইন
সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। আজ বুধবার এ বিষয়ে তিনি আবেদন জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী পদে ক্ষমতাসীন ফিই থাই পার্টির প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে সমর্থন দিয়েছে সবচেয়ে বড় বিরোধী দল পিপলস পার্টি । এরই প্রেক্ষিতেই সংসদ ভেঙে দেওয়ার আবেদন করেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।
আজ বুধবার ক্ষমতাসীন ফিউ থাই পার্টির মহাসচিব সোরাওং থিয়েনথং জানিয়েছেন, সংসদ ভেঙে দেওয়ার আবেদন করা হয়েছে। এখন শুধু রাজার অনুমোদনের জন্য অপেক্ষা।
সম্প্রতি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করে দেশটির সাংবিধানিক আদালত।
এরপর থাইল্যান্ডের পার্লামেন্টের প্রধান বিরোধী দল পিপলস পার্টি, পরবর্তী সরকার গঠনের জন্য ফিউ থাই পার্টির প্রতিদ্বন্দ্বী ভুমজাইথাই পার্টিকে সমর্থন দিয়েছে। এর প্রেক্ষিতেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হলো।
পেতংতার্নকে অপসারণের পর, ফিউ থাই তার ভঙ্গুর জোট সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দৌড়ঝাপ শুরু করে। তবে আইনসভায় তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসনসংখ্যা নেই। জোটকে টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েংপানিয়াউত সাংবাদিকদের বলেন, তার দলের ১৪৩ জন আইনপ্রণেতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ভুমজাইথাই নেতা আনুতিন চার্নভিরাকুলকে সমর্থন দিতে রাজি হয়েছেন।
নাথাফং বলেন, আনুতিনের প্রতি তার দলের সমর্থনের কারণে সংসদ ভেঙে দেওয়া হবে। এরফলে চার মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, নতুন প্রধানমন্ত্রীর জন্য সংসদে শুক্রবারের মধ্যেই ভোট হতে পারে।
আরএ
সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। আজ বুধবার এ বিষয়ে তিনি আবেদন জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী পদে ক্ষমতাসীন ফিই থাই পার্টির প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে সমর্থন দিয়েছে সবচেয়ে বড় বিরোধী দল পিপলস পার্টি । এরই প্রেক্ষিতেই সংসদ ভেঙে দেওয়ার আবেদন করেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।
আজ বুধবার ক্ষমতাসীন ফিউ থাই পার্টির মহাসচিব সোরাওং থিয়েনথং জানিয়েছেন, সংসদ ভেঙে দেওয়ার আবেদন করা হয়েছে। এখন শুধু রাজার অনুমোদনের জন্য অপেক্ষা।
সম্প্রতি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করে দেশটির সাংবিধানিক আদালত।
এরপর থাইল্যান্ডের পার্লামেন্টের প্রধান বিরোধী দল পিপলস পার্টি, পরবর্তী সরকার গঠনের জন্য ফিউ থাই পার্টির প্রতিদ্বন্দ্বী ভুমজাইথাই পার্টিকে সমর্থন দিয়েছে। এর প্রেক্ষিতেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হলো।
পেতংতার্নকে অপসারণের পর, ফিউ থাই তার ভঙ্গুর জোট সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দৌড়ঝাপ শুরু করে। তবে আইনসভায় তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসনসংখ্যা নেই। জোটকে টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েংপানিয়াউত সাংবাদিকদের বলেন, তার দলের ১৪৩ জন আইনপ্রণেতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ভুমজাইথাই নেতা আনুতিন চার্নভিরাকুলকে সমর্থন দিতে রাজি হয়েছেন।
নাথাফং বলেন, আনুতিনের প্রতি তার দলের সমর্থনের কারণে সংসদ ভেঙে দেওয়া হবে। এরফলে চার মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, নতুন প্রধানমন্ত্রীর জন্য সংসদে শুক্রবারের মধ্যেই ভোট হতে পারে।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে