যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে বন্দুকধারীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে একজন সন্দেহভাজন গুলি চালায়। সঙ্গে সঙ্গে অন্য ন্যাশনাল গার্ড সদস্যরা তাকে আটক করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
সিবিএস নিউজ সূত্রের বরাত দিয়ে জানায়, বন্দুকধারী ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল।
ঘৃণ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, ‘আমাদের এখন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রতিটি বিদেশীকে পুনরায় পরীক্ষা করা উচিত।’
ন্যাশনাল গার্ড মোতায়েনের তত্ত্বাবধানকারী জয়েন্ট টাস্ক ফোর্স ডিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ফারাগুট স্কয়ার মেট্রো স্টেশনের কাছে দুপুর ১ টা ১৫ টার দিকে এই হামলা হয়। সেনারা সেসময় টহলে ছিলেন।
মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট নয়।
আরএ


গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেপ্তার