আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

গাজায় বুধবার ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের সেনাদের ওপর হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয় এবং এতে হামাসের এক শীর্ষ যোদ্ধাকে লক্ষ্য করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি। তারা জানান, গাজা সিটির একটি বাড়িতে চালানো ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার এর আগে হামাস যোদ্ধারা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পরপরই ওই বিমান হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল একজন জ্যেষ্ঠ হামাস যোদ্ধা, যিনি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তবে এই ঘটনায় ইসরাইলি সেনাদের কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

এদিকে একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকায় ইসরাইল-সমর্থিত একটি ফিলিস্তিনি মিলিশিয়া দাবি করেছে, তারা হামাসের দুই সদস্যকে হত্যা করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন