ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি স্বাস্থ্যকেন্দ্র ও বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীরা। হামলায় রোগীসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
হামলার পর উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের বাইম্বওয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে ২৩টি লাশ উদ্ধার করা হয়।
কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া সাংবাদিকদের জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিহতদের মধ্যে ১১ জন নারী। এছাড়া নিকটবর্তী তিনটি গ্রামে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিদ্রোহীরা বেশ কয়েকটি বাড়িঘরসহ স্বাস্থ্যকেন্দ্রের কিছু ভবনও পুড়িয়ে দিয়েছে।
কিওয়েওয়া বলেন, ‘স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর আক্রমণ মানবতাবিরোধী অপরাধ। এই ঘৃণ্য কাজের জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’
বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে কঙ্গো এবং উগান্ডার সেনাবাহিনীর যৌথ সামরিক অভিযানে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
এরআগে অক্টোবরে একই অঞ্চলে এডিএফের হামলায় প্রায় ২০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।
২০২১ সাল থেকে উগান্ডা ও কঙ্গোর বাহিনী এডিএফের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে আসছে।
পূর্ব কঙ্গোতে বছরের পর বছর ধরে সক্রিয় এই গোষ্ঠীটি আইএসআইএসের সঙ্গে যুক্ত।
আরএ


আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যে শর্ত দিলেন সৌদি যুবরাজ
সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের