তুরস্কে ইউক্রেন শান্তি আলোচনায় ছিলেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ২১: ২৬

ইউক্রেনে শান্তিচুক্তি আলোচনার জন্য তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও উপস্থিত থাকার কথা ছিল। তবে বুধবার সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করা হয় তাতে পুতিনের নাম ছিল না।

পুতিনের অনুপস্থিতি আলোচনার সম্ভাবনাকে বিভ্রান্তিতে ফেলেছে। প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। তবে উপস্থিত ছিলেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি সহায়ক ইউরি উশাকভ। এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

এর আগে এই বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনিও ছিলেন না। এদিকে জেলেনস্কি আঙ্কারায় পৌঁছে রাশিয়ার এই উপস্থিতিকে কেবল ‘আলংকারিক’ বলে আখ্যা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ৪ অগ্রাধিকার: বিডা প্রধান

ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার

এআই গবেষণায় বিল গেটসের আস্থা অর্জন করেছেন বাংলাদেশের আরিফ

রাজধানীর হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন

শ্রীপুরে ‘মিথ্যা’ মামলা হতে অব্যাহতির জন্য মায়ের সংবাদ সম্মেলন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত