
আমার দেশ অনলাইন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি বলেছেন, চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটে যাওয়া দুইটি আত্মঘাতী হামলায় জড়িত হামলাকারীরা দুজনই আফগান নাগরিক। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। খবর আল জাজিরার।
বুধবার ইসলামাবাদের জেলা বিচার কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) জানিয়েছে, ইসলামাবাদের ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির ফৌজি কলোনি ও ধোক কাশ্মিরিয়ান এলাকা থেকে এসব সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশেও অভিযান চালানো হয়েছে।
অন্য হামলাটি সোমবার সংঘটিত হয় দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি কলেজে। আফগান সীমান্তের কাছাকাছি অবস্থিত ক্যাডেট কলেজের প্রধান ফটকে একটি বোমাবোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, প্রধান ফটকে দুই হামলাকারী নিহত হয়, তবে আরও তিনজন কলেজের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগান সীমান্তের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
গত মাসে দুই দেশের সীমান্তে সংঘর্ষে বহু সেনা ও সাধারণ নাগরিক নিহত হয়।
মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সাম্প্রতিক হামলাগুলোর পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি বলেন, “আমরা এখন কার্যত যুদ্ধাবস্থায় রয়েছি।”
তিনি আরও বলেন, “যারা মনে করে পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান সীমান্ত অঞ্চল ও বেলুচিস্তানের দূরবর্তী এলাকায় লড়ছে, ইসলামাবাদের আদালতে আজকের আত্মঘাতী হামলা তাদের জন্য একটি সতর্কবার্তা।”
এসআর

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি বলেছেন, চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটে যাওয়া দুইটি আত্মঘাতী হামলায় জড়িত হামলাকারীরা দুজনই আফগান নাগরিক। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। খবর আল জাজিরার।
বুধবার ইসলামাবাদের জেলা বিচার কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) জানিয়েছে, ইসলামাবাদের ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির ফৌজি কলোনি ও ধোক কাশ্মিরিয়ান এলাকা থেকে এসব সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশেও অভিযান চালানো হয়েছে।
অন্য হামলাটি সোমবার সংঘটিত হয় দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি কলেজে। আফগান সীমান্তের কাছাকাছি অবস্থিত ক্যাডেট কলেজের প্রধান ফটকে একটি বোমাবোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, প্রধান ফটকে দুই হামলাকারী নিহত হয়, তবে আরও তিনজন কলেজের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, আফগান সীমান্তের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
গত মাসে দুই দেশের সীমান্তে সংঘর্ষে বহু সেনা ও সাধারণ নাগরিক নিহত হয়।
মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সাম্প্রতিক হামলাগুলোর পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি বলেন, “আমরা এখন কার্যত যুদ্ধাবস্থায় রয়েছি।”
তিনি আরও বলেন, “যারা মনে করে পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান সীমান্ত অঞ্চল ও বেলুচিস্তানের দূরবর্তী এলাকায় লড়ছে, ইসলামাবাদের আদালতে আজকের আত্মঘাতী হামলা তাদের জন্য একটি সতর্কবার্তা।”
এসআর

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরাইলি হামলায় ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, পূর্ববর্তী ইসরাইলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৫৩৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম।
১ ঘণ্টা আগে
তাদের সেই ঐতিহাসিক সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা গেছে, বৈঠকের পর ট্রাম্প তার নামাঙ্কিত ‘ভিক্টরি ৪৫-৪৭’ পারফিউমের দুটি বোতল উপহার দেন শারাকে। এমনকি শারার গায়েও পারফিউম স্প্রে করে দেন ট্রাম্প। এ সময় তিনি শারাকে বলেন, এটি সেরা সুগন্ধি, অন্যটি আপনার স্ত্রীর জন্য।
২ ঘণ্টা আগেফিলিস্তিনি বন্দী সংঘ জানিয়েছে, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক বন্দীও রয়েছেন বলে সংস্থাটি জানায়।
২ ঘণ্টা আগে