আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার হলুদ জোনে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস

আতিকুর রহমান নগরী

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার হলুদ জোনে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস

গাজা উপত্যকার সেনা-নিয়ন্ত্রিত ‘হলুদ জোনে’ রোববার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে বিমান হামলা, গোলাবর্ষণ ও ঘরবাড়ি ধ্বংসের অভিযান চালিয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, রাফাহ শহরের বিভিন্ন এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায় এবং নৌবাহিনীর জাহাজগুলো শহরের উপকূলীয় অঞ্চলে গোলাবর্ষণ করে।

বিজ্ঞাপন

মোরাগ অ্যাক্সিসের কাছে—রাফাহের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান নেওয়া ইসরাইলি সামরিক যানগুলো এলাকাজুড়ে তল্লাশি অভিযান ও ভারী গোলাগুলি চালায়।

খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরাইলি আর্টিলারি গোলাবর্ষণ করে এবং হেলিকপ্টারগুলো ঘরবাড়ি ধ্বংসের মধ্যেই ভবনগুলোর দিকে গুলি ছোড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দেইর আল-বালাহর আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে একটি ইসরাইলি বিমান হামলা হয়েছে বলে জানান আনাদোলুর এক সংবাদদাতা।

উত্তর গাজায়, হামলার লক্ষ্যবস্তু ছিল গাজা সিটির পূর্বাংশ। একই সঙ্গে জাবালিয়ার পূর্ব দিক থেকে ইসরাইলি হেলিকপ্টারের ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

গাজা সরকারের হিসাব অনুযায়ী, হামাসের সঙ্গে স্বাক্ষরিত বর্তমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল ইতোমধ্যে প্রায় ৫০০টি লঙ্ঘন করেছে এবং ১০ অক্টোবর থেকে ৩৫৪ জন ফিলিস্তিনিকে হত্যার দায়ে অভিযুক্ত।

গাজায় অক্টোবর ২০২৩ থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ইসরাইল ৭০,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ১,৭১,০০০ মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন