জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করল ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২: ৩০
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ৫৭
ছবি: আরটি

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই পদক্ষেপ অস্থায়ী বলে জানিয়েছেন তিনি।

তবে তিনি বলেন, ‘সহযোগিতা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়নি বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক প্রস্তাব হলে তেহরান আবার তার চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, জুনে ইসরাইল ও মার্কিন বোমা হামলার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সঙ্গে চুক্তি করে তেহরান। চুক্তি অনুযায়ী, সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়।

এরপর যখন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিসহ ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী সকল দেশ তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন চুক্তিটি তাৎপর্য হারিয়ে ফেলে।

এ বিষয়ে আরাগচি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না তেহরান।’

পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। অন্যদিকে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে তেহরান। ইরান জোর দিয়ে বলেছে, তার কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।

ট্রাম্প প্রশাসন এই বছরের শুরুতে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল। তবে জুন মাসে ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি হামলার পর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আলোচনা পুনরায় শুরু করার আগে তার অধিকারের নিশ্চয়তা ধেয়ার দাবি করছে ইরান।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত