আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

আমার দেশ অনলাইন

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে পৌঁছেছে। হংকংয়ের দমকল বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘোষণায় দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াং তাই হাউস নামে ওই কমপ্লেক্সের এক টাওয়ার থেকে এক জন জীবিত উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রাত ৮টা (ইটিএ ৭টা) নাগাদ দমকল কর্মীরা ওয়াং তাই হাউস এর ১৬ তলা থেকে এক পুরুষের লাশ উদ্ধার করেন, যিনি আগুনে আটকে পড়েছিলেন। এছাড়া, ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে এক জন দমকলকর্মীও মারা গেছেন এবং আরো ১০ জন দমকলকর্মী আহত হয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন