ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে জেলেনস্কির ভেটো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ৫১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। তবে ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নেবেন কিনা তা এখনও জানা যায়নি। শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান।

বিজ্ঞাপন

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করছি এবং সেখান থেকেই শুরু করব।’ তিনি ইঙ্গিত দেন, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে। তার ভাষায়, ‘যে এলাকা নিয়ে সাড়ে তিন বছর ধরে লড়াই চলছে, সেটি নিয়ে সমাধান করতে হবে। বহু রাশিয়ান ও ইউক্রেনিয়ান প্রাণ হারিয়েছে। কিছু ফেরত আসবে, কিছু বদল হবে—উভয়ের ভালোর জন্যই কিছু অঞ্চল বিনিময় হবে।’ তবে এ প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।

পরে ক্রেমলিনও আলাস্কার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এবং একে ‘পুরোপুরি যৌক্তিক’ বলে আখ্যা দেয়।

অন্যদিকে জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করে জানান, ‘ইউক্রেন তার জমি দখলদারদের হাতে তুলে দেবে না। ইউক্রেনকে বাদ দিয়ে যেকোনো সমাধান হবে শান্তির পরিপন্থী।’ তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেন কোনো পুরস্কার দেবে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত