শীত ঘনিয়ে এলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতির উন্নতি হয়নি। শীতে গাজাবাসীর দুর্ভোগ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সংস্থাটি জানিয়েছে, চলমান যুদ্ধ ত্রাণ প্রচেষ্টাকে জটিল করে তুলছে এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বাস্তুচ্যুতি বাড়ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এবং এর অংশীদাররা বেসামরিক নাগরিকদের বিশেষ করে গত দুই বছরে মারাত্মক দুর্ভোগ পোহানো শিশুদের জন্য সহায়তা বাড়াতে কাজ করছে।
ডুজারিক বলেন, শীত মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে গত দুই মাসে গাজায় শিশুদের জন্য জুতা, কাপড়, কম্বল ও তোয়ালেসহ কয়েক হাজার গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরবরাহ করেছে অংশীদাররা।
তিনি আরো বলেন, ‘নভেম্বরের শেষ ১০ দিনে ১৬০টি তাঁবু বিতরণ করা হয়েছে। হাজার হাজার শিশুকে মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়া হয়েছে।
‘জীবন রক্ষাকারী সেবা প্রয়োজন’
ডুজারিক বলেন, গাজা থেকে ১৮ জন রোগী এবং ৫৪ জন সঙ্গীকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ায় নেতৃত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি দল।
ডব্লিউএইচও জানিয়েছে, এখনো ১৬ হাজার ৫০০ জনেরও বেশি রোগীকে গাজার বাইরে নিয়ে জীবন রক্ষাকারী সেবা দিতে হবে।
ডুজারিক বলেন, ‘আমরা সব সীমান্ত ক্রসিং এবং করিডোর খোলার আহ্বান জানাচ্ছি, যাতে রোগীরা পশ্চিম তীরে চিকিৎসা নিতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসকদলের গাজায় প্রবেশের জন্য অবাধ প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।’


সততা, সাহস আর আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই: হাসনাত আবদুল্লাহ