ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধ “অনিবার্য” হয়ে উঠেছে। বিশেষ করে মঙ্গলবার সিরিয়ার কুনেইত্রা শহরের কাছে ঘটে যাওয়া ঘটনাবলীর পর।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র লোকজন গোলান উপত্যকার কাছে ইসরাইলি সেনা অবস্থানের কাছে চলাচল করছে। তেল আবিব এই কার্যক্রমকে “নিরাপত্তা হুমকি” হিসেবে বর্ণনা করেছে, যদিও এই এলাকা বহু বছর ধরে ইসরাইলের হামলা, অনুপ্রবেশ ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের সাক্ষী।
হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, কুনেইত্রায় ইসরাইলি বাহিনীর একটি ইউনিট ও কয়েকজন সিরীয় বেসামরিক নাগরিকের মধ্যে উত্তেজনা বাড়ে একই সময়ে, যখন যুক্তরাষ্ট্রের জাতিসংঘদূত মাইক ওয়াল্টজ এবং ইসরাইলের জাতিসংঘদূত ড্যানি দানন সেখানে মাঠ পরিদর্শনে ছিলেন।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ওয়াল্টজ ও দানন প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরে পুরনো কুনেইত্রা এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিন মূল্যায়ন করেন। তারা গাড়িতে ফেরত যাওয়ার সময় একটি “অস্বাভাবিক ঘটনা” ঘটে—যেখানে গোলাগুলির শব্দ শোনা যায় এবং একটি সশস্ত্র কনভয়ের আগমন দেখা যায়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, ওই সময় ইসলামিক জিহাদের এক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছিল।
যদিও দুই কূটনীতিক সরাসরি ঘটনাটি দেখেননি, তারা ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এসআর

