আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

আমার দেশ অনলাইন

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুক্তরাজ্যের লন্ডনে বাস, রাস্তাসহ ব্যস্ত স্থানগুলো ছেয়ে গেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা পোস্টারে। ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো করেছে এই কাজ। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যায় তার ভূমিকা তুলে ধরা হয়েছে পোস্টারে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথাও উল্লেখ করা হয়েছে এতে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

ইসরাইলি সেনাবাহিনী দুই বছরের মধ্যে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও ইসরাইল তাদের আক্রমণ বন্ধ করেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন