হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১: ১৭
ছবি: সংগৃহীত

এখন থেকে ঠিক ৮০ বছর আগে যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক বোমা ব্যবহৃত হয়। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ‘লিটল বয়’ নামে পারমাণতিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। মুহূর্তে ধ্বংস হয়ে যায় পুরো শহর। হামলার সঙ্গে সঙ্গে প্রাণ হারায় ৭৮ হাজার মানুষ। খবর বিবিসির।

বুধবার হামলার ৮০ বছর পূর্তীতে হিরোশিমায় হাজার হাজার মানুষ প্রার্থনায় মাথা নত করে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাসহ অনুষ্ঠানে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পিস মেমোরিয়াল পার্কে হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই পারমাণবিক অস্ত্র সম্পর্কে বিশ্বনেতাদের সতর্ক করে দেন। তিনি বলেন, ‘জাপানই একমাত্র দেশ যারা পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘এই হামলা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে শিক্ষা নেওয়া উচিত ছিল তা সবিই এড়িয়ে গেছেন।’

তিনি আরো বলেন, ‘জাপান সরকার এমন একটি জনগণের প্রতিনিধিত্ব করে, যারা প্রকৃত এবং স্থায়ী শান্তির আকাঙ্ক্ষা করে।’

হিরোশিমা এবং নাগাসাকিতে কিছুক্ষণের ব্যবধানে দু’টো পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে দুই লাখের বেশি মানুষ নিহত হয়। আহত এবং তেজস্ক্রিয়তায় অসুস্থ্ হয়ে পড়েন অনেকে। হামলার প্রত্যক্ষদরর্শী যারা বেঁচে আছেন, ওই ভয়াবহতা তাদের আজও তাড়া করে বেড়ায়।

হিরোশিমা থেকে বেঁচে যাওয়া শিঙ্গো নাইতো বলেন, ‘বিস্ফোরণে আমার বাবা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিলেন এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। তার শরীর থেকে চামড়া ঝুলছিল - তিনি আমার হাতও ধরতে পারছিলেন না।’

যখন বোমা হামলা হয়, তখন তার বয়স ছিল ছয় বছর। এতে তার বাবা এবং দুই ছোট ভাইবোন নিহত হন।

হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলার পর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত