লেবাননের পার্লামেন্টে আস্থা ভোটে নতুন সরকারকে অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১২

লেবাননের পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে দেশটির নতুন সরকারকে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার রাতে পার্লামেন্টের এক অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের গঠিত সরকারকে এ অনুমোদন দেওয়া হয়।

পার্লামেন্টের ১২৮ সদস্যের ৯৫ জনই নাওয়াফ সালামের পক্ষে ভোট দেন।

বিজ্ঞাপন

পার্লামেন্টে দেওয়া ভাষণে আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নাওয়াফ সালাম লেবাননের অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের সঙ্গে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে যুদ্ধ ও শান্তির ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।’

এর মাধ্যমে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর দেশটির প্রতিরক্ষায় ভূমিকার বিষয়কে বৈধতা দেওয়ার আগের অনুশীলন থেকে বের হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর ১৪ মাসের সংঘাতে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে লেবাননে দলটির জন্য নতুন বাস্তবতা তৈরি হয়েছে।

লেবাননের আলজাজিরা প্রতিনিধি বলেন, নতুন সরকার হিজবুল্লাহকে দেশটির সামরিক বাহিনীর বাইরে বৈধ কোনো সশস্ত্র গোষ্ঠীর মর্যাদা দিতে ইচ্ছুক নয়। এর মাধ্যমে হিজবুল্লাহ-পরবর্তী যুগের সূচনা হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি লেবাননের নতুন সরকার গঠন করা হয়।

বিষয়:

লেবানন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত