আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনজনিত অপরাধের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান পরিচালনা করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহের অভিযানে ১৪ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারি ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে সারা দেশে প্রায় ১৮ হাজার ২০০ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১ হাজার ৪০০ জনকে আবাসন আইন ভঙ্গের অভিযোগে দায়ী করা হয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার জনকে সীমান্ত আইন লঙ্ঘন এবং প্রায় ২ হাজার ৮০০ জনকে শ্রম আইন ভঙ্গের কারণে আটক করা হয়।
অভিযানকালে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৭ শত ৬২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক এবং অর্ধের বেশি ইথিওপিয়ার নাগরিক। এছাড়া অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ৪৬ জনকে আটক করা হয়েছে।
এ সময় অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ২৫০০০ এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থার অংশ হিসেবে অনেককে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। এরই মধ্যে ১৪৪৫১ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এসব অপরাধের জন্য দীর্ঘমেয়াদি কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা, যানবাহন বা সম্পত্তি জব্দ এবং অপরাধ প্রকাশ্যে ঘোষণার বিধান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৮০
দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ঢাকা
গাজা কোনো কল্পনার রিয়েল এস্টেট নয়