ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্য গড়ার প্রতিশ্রুতিতে উপেক্ষিত ফিলিস্তিন প্রশ্ন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২: ১২
ছবি: সংগৃহীত

মিশরে গাজা শান্তি সম্মেলনে নতুন মধ্যপ্রাচ্য গড়ে তোলার প্রতিশ্রতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধে সাফল্যের জন্য নিজেকে কৃতিত্ব দিয়েছেন তিনি। সোমবার দিনভর বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন তিনি। তবে তার বক্তব্যে উপেক্ষিত থেকেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি।

নতুন মধ্যপ্রাচ্য:

বিজ্ঞাপন

সোমবার ট্রাম্প এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই চুক্তির মাধ্যমে সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি এবং বিশ্বাস, আশা এবং ঈশ্বরের যুগের সূচনা হলো।’

তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের সকল জাতির জন্য বিশাল ঐক্য এবং স্থায়ী সম্প্রীতির সূচনা হবে। ট্রাম্প বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোরের সূচনা।’

ট্রাম্প তার বক্তব্যজুড়ে গাজা চুক্তিকে এই অঞ্চলের সমস্যাগুলোর একটি সর্বাত্মক সমাধান হিসেবে চিত্রিত করেছেন।

তবে ফিলিস্তিনি অধিকার সমর্থকরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইল যদি ফিলিস্তিনিদের ওপর তার দখলদারিত্ব অব্যাহত রাখে তবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা থাকবে না। এর অন্যতম কারণ, লেবানন ও সিরিয়াজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে।

নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সময়ের সেরা যুদ্ধকালীন নেতা’ হিসেবে বর্ণনা করেন।

আন্তর্জাতিক চাপের কথা স্বীকার:

মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর প্রশংসা করলেও, স্বীকার করেছেন যে গাজায় ভয়াবহ নৃশংসতার কারণে বিশ্বব্যাপী জনমত ইসরাইলের বিরুদ্ধে গিয়েছে।

ট্রাম্প বলেন, ‘বিশ্ব বিশাল এবং শক্তিশালী,এবং শেষ পর্যন্ত বিশ্বই জয়ী হয়।’ সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইসরাইলের সমস্যা এখন শেষ হয়েছে। বিশ্ব আবার ইসরাইলকে ভালোবাসছে।’

তবে মানবাধিকার কর্মীরা গণহত্যার জন্য নেতানিয়াহুকে জবাবদিহিতার আওতায় আনতে চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফিলিস্তিনিদের প্রতি সংক্ষিপ্ত বার্তা:

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশে মাত্র কয়েকটি বাক্য বলেন। তিনি ফিলিস্তিনিদের ‘স্থিতিশীলতা, নিরাপত্তা, মর্যাদা এবং অর্থনৈতিক উন্নয়নের’ দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

তবে তিনি তার বক্তব্যে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেননি। ইসরাইলের দখলদারিত্ব, গাজা অবরোধ, পশ্চিম তীরে বসতি স্থাপন কিংবা ফিলিস্তিনিদের ন্যায়সংগত অধিকার- কোনো বিষয়েই কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরান নিয়ে মিশ্র বার্তা:

ট্রাম্প আবারো জোর দিয়ে বলেছেন, এই বছরের শুরুতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে।

ট্রাম্প আরো বলেন, যদি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ না করত, তাহলে গাজা চুক্তি হত না। ইরানকে পরাজিত ও দুর্বল হিসেবে চিত্রিত করা সত্ত্বেও, ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার কথা জানান। বলেন, ‘আমি মনে করি ইরান এগিয়ে আসবে।’

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত