আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধবিরতি চুক্তি উদযাপন করতে ইসরাইল ও মিসর সফর গিয়ে বীরোচিত অভ্যর্থনা পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধ বন্ধে ব্যক্তিগত কৃতিত্ব গ্রহণ করে পুরো সফরজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সোমবার গাজা যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য দেন ট্রাম্প। এরপর মিসরের শারম-আল-শেইখে আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনু্ষ্ঠানে অংশ নেন তিনি।
নেসেটে দেওয়া বক্তব্যে ইসরাইলের প্রতি জোর সমর্থন জানিয়ে গাজা যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে এক যুগের সূচনা করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, এটা সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি এবং স্রষ্টার প্রতি বিশ্বাস ও আশার যুগের সূচনা। পুরো বক্তব্যজুড়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিকে এ অঞ্চলের সব সমস্যার সর্বাত্মক সমাধান হিসেবে চিত্রিত করেন ট্রাম্প।
গাজার স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যে ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলমান ইসরাইলি নৃশংসতা, দখলদারিত্ব এবং জোর করে উচ্ছেদের স্বীকৃতি ছিল না। এমনকি ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দেননি তিনি।
ফিলিস্তিনি অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি ফিলিস্তিনের ওপর দখলদারিত্ব ও নিপীড়ন অব্যাহত রাখে, তাহলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না।
অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করে তার প্রতি সমর্থন জানান ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে যুদ্ধকালীন সেরা নেতাদের একজন বলে অভিহিত করেন।
নেতানিয়াহুর অভিযোগকে ছোট করে দেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি প্রকাশ্য আহ্বান জানান ট্রাম্প। এর আগে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছিলেন।
নেতানিয়াহু কীভাবে তার কাছে অস্ত্রের অনুরোধ করতেন, তা উল্লেখ করে ট্রাম্প বলেনÑআমরা বিশ্বের সেরা অস্ত্র তৈরি করি এবং আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে। সত্যি বলতে আমরা ইসরাইলকে অনেক অস্ত্র দিয়েছি।
নেতানিয়াহুর প্রশংসা করলেও ট্রাম্প স্বীকার করেন যে, গাজায় ভয়াবহ নৃশংসতার ফলে বিশ্বজনমত ইসরাইলের বিরুদ্ধে ঝুঁকছে।
প্রায় ৬৮ হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়া এই গণহত্যায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে আমেরিকার অনেক অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল। গত দুবছরে ওয়াশিংটন তার এই মিত্রকে ২১ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।
গাজা যুদ্ধবিরতি চুক্তি উদযাপন করতে ইসরাইল ও মিসর সফর গিয়ে বীরোচিত অভ্যর্থনা পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধ বন্ধে ব্যক্তিগত কৃতিত্ব গ্রহণ করে পুরো সফরজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সোমবার গাজা যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য দেন ট্রাম্প। এরপর মিসরের শারম-আল-শেইখে আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনু্ষ্ঠানে অংশ নেন তিনি।
নেসেটে দেওয়া বক্তব্যে ইসরাইলের প্রতি জোর সমর্থন জানিয়ে গাজা যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে এক যুগের সূচনা করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, এটা সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি এবং স্রষ্টার প্রতি বিশ্বাস ও আশার যুগের সূচনা। পুরো বক্তব্যজুড়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিকে এ অঞ্চলের সব সমস্যার সর্বাত্মক সমাধান হিসেবে চিত্রিত করেন ট্রাম্প।
গাজার স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যে ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলমান ইসরাইলি নৃশংসতা, দখলদারিত্ব এবং জোর করে উচ্ছেদের স্বীকৃতি ছিল না। এমনকি ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের অধিকারকেও স্বীকৃতি দেননি তিনি।
ফিলিস্তিনি অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি ফিলিস্তিনের ওপর দখলদারিত্ব ও নিপীড়ন অব্যাহত রাখে, তাহলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না।
অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করে তার প্রতি সমর্থন জানান ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে যুদ্ধকালীন সেরা নেতাদের একজন বলে অভিহিত করেন।
নেতানিয়াহুর অভিযোগকে ছোট করে দেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি প্রকাশ্য আহ্বান জানান ট্রাম্প। এর আগে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছিলেন।
নেতানিয়াহু কীভাবে তার কাছে অস্ত্রের অনুরোধ করতেন, তা উল্লেখ করে ট্রাম্প বলেনÑআমরা বিশ্বের সেরা অস্ত্র তৈরি করি এবং আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে। সত্যি বলতে আমরা ইসরাইলকে অনেক অস্ত্র দিয়েছি।
নেতানিয়াহুর প্রশংসা করলেও ট্রাম্প স্বীকার করেন যে, গাজায় ভয়াবহ নৃশংসতার ফলে বিশ্বজনমত ইসরাইলের বিরুদ্ধে ঝুঁকছে।
প্রায় ৬৮ হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়া এই গণহত্যায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে আমেরিকার অনেক অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল। গত দুবছরে ওয়াশিংটন তার এই মিত্রকে ২১ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৬ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে