আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্মান দিলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া: পুতিন

আমার দেশ অনলাইন

সম্মান দিলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া: পুতিন
ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা সম্মান দিলে ইউক্রেনের পরে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া। মস্কো ইউরোপীয় দেশগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করছে এমন দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে বিবিসির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘যদি আমাদের সম্মান দেয়া হয়, যদি আমাদের স্বার্থকে সম্মান করা হয়, ঠিক যেভাবে আমরা সব সময় আপনাদের স্বার্থকে সম্মান করার চেষ্টা করেছি। তাহলে আর অভিযান হবে না।’

বিজ্ঞাপন

এই মাসের শুরুতে পুতিন বলেছিলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে ইউরোপীয়রা চাইলে ‘এখনই’ প্রস্তুত।

এছাড়া তিনি শর্ত দেন ‘যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না।’

এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন