বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি হাইকমিশনে গিয়ে প্রয়াত নেত্রীর স্মরণে খোলা শোকপুস্তকে নিজের বার্তা লেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এক্সে দেওয়া এক পোস্টে রাজনাথ সিং জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন। ওই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি শোকবার্তা তার হাতে তুলে দেন।
উল্লেখযোগ্যভাবে, এর মাত্র কয়েকদিন আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছিল। গত ২৩ ডিসেম্বর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে সেখানে প্রতিবাদ মিছিল হয়। এরও আগে, ২০ ডিসেম্বর রাতে কয়েকজন বিক্ষোভকারী হাইকমিশনের সামনে হুমকিমূলক স্লোগান দেন। এসব ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নিজে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা এবং সম্পর্ক স্বাভাবিক রাখার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

