আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শনিবার তার নাগরিকদের “অবিলম্বে” ভেনেজুয়েলা ত্যাগের পরামর্শ দিয়েছে। ভেনেজুয়েলায় অস্ত্রধারী মিলিশিয়াদের উপস্থিতি এবং রাস্তার চেকপয়েন্টে মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের প্রমাণ খোঁজার ঝুঁকি বাড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্টেট ডিপার্টমেন্টের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, “ভেনেজুয়েলায় নিরাপত্তার পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং পরিবর্তনশীল।” সতর্কবার্তা মাদুরো গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়েছে।

বার্তায় আরো জানানো হয়েছে, “যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু হয়েছে, তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত।” সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে রাস্তার চেকপয়েন্টে অস্ত্রধারী মিলিশিয়াদের দ্বারা গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খোঁজা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় রুটিন কন্সুলার সেবা প্রদানে সীমাবদ্ধতা রয়েছে, তাই নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

অন্যদিকে, ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই সতর্কবার্তাকে খারিজ করে বলেছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি ‘স্থিতিশীল ও শান্ত’। তবে অস্ত্রধারী গোষ্ঠীর উপস্থিতি এবং রাস্তার চেকপয়েন্টের কারণে পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন