আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের কর্মকর্তাদের বরাত ‍দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমআল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ (তোরখাম ও চামান) বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানও বন্ধ করা হয়েছে ।

বিজ্ঞাপন

তবে কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...