আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চার দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে দুই নেতা নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেন।
শনিবার যুক্তরাষ্টভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি দীর্ঘ সময় নিয়েছে।’
চুক্তির আওতায় আজারবাইজানকে তার নাখিচেভান বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি নতুন ট্রানজিট করিডোর নির্মাণ করা হবে। “Trump Route for International Peace and Prosperity (TRIPP)” নামে এই করিডোরে রেলপথ, তেল ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার-অপটিক লাইন স্থাপন করা হবে। করিডোরটির উন্নয়নের পূর্ণ অধিকার পাবে যুক্তরাষ্ট্র, যা আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে দুই নেতা এই চুক্তিকে ‘শান্তি ও সমৃদ্ধির রোডম্যাপ’ বলে অভিহিত করেন। তাদের আশা, এটি শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবে না, বরং পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের পথ তৈরি করবে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত এ দুই রাষ্ট্র বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ ২০২০ সালে ফের প্রাণঘাতী যুদ্ধে জড়ায়।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। চার দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে দুই নেতা নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেন।
শনিবার যুক্তরাষ্টভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি দীর্ঘ সময় নিয়েছে।’
চুক্তির আওতায় আজারবাইজানকে তার নাখিচেভান বিচ্ছিন্ন অঞ্চলটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি নতুন ট্রানজিট করিডোর নির্মাণ করা হবে। “Trump Route for International Peace and Prosperity (TRIPP)” নামে এই করিডোরে রেলপথ, তেল ও গ্যাস পাইপলাইন এবং ফাইবার-অপটিক লাইন স্থাপন করা হবে। করিডোরটির উন্নয়নের পূর্ণ অধিকার পাবে যুক্তরাষ্ট্র, যা আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে দুই নেতা এই চুক্তিকে ‘শান্তি ও সমৃদ্ধির রোডম্যাপ’ বলে অভিহিত করেন। তাদের আশা, এটি শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবে না, বরং পুরো দক্ষিণ ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের পথ তৈরি করবে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত এ দুই রাষ্ট্র বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। সর্বশেষ ২০২০ সালে ফের প্রাণঘাতী যুদ্ধে জড়ায়।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৭ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৯ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে